ইউক্রেনকে আরও ৩ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র


, আপডেট করা হয়েছে : 24-08-2022

ইউক্রেনকে আরও ৩ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সমরাস্ত্র কিনতে ইউক্রেনকে আরও ৩০০ কোটি (৩ বিলিয়ন) মার্কিন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করতে পারে বাইডেন প্রশাসন। খবর আরব নিউজের।

ইউক্রেনের স্বাধীনতা দিবসে দেশটিকে সবচেয়ে বড় অঙ্কের সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন আজ বুধবার সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জনের ৩১ বছর উদযাপন করছে।

১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে কয়টি নতুন রাষ্ট্রের জন্ম হয়, ইউক্রেন তার একটি।

ফলে এবার ইউক্রেনে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে অনেকটা ভীতি ও শঙ্কার মধ্যে। জল, স্থল বা আকাশপথে রাশিয়ার হামলার আশঙ্কায় রাজধানী কিয়েভে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধে এর মধ্যেই হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন, ইউক্রেনের প্রায় দেড় কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, অসংখ্য শহর ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের এই যুদ্ধ প্রভাব ফেলেছে বিশ্বের অর্থনীতিতেও।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার