সহকর্মীদের চোখের জল আর ফুল
সজ্জিত গাড়ির দড়ি টানার মতো অন্যরকম এক আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর
পুলিশ সুপার (অতিরিক্তি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রকৌশলী
আবদুল মান্নান মিয়াকে বিদায় জানানো হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রথাগত ভাবে বিদায়
দেয়া হয় বিদায়ী এই পুলিশ সুপারকে। এসময় জেলা পুলিশের ব্যান্ড
পার্টিসহ ফুলে সজ্জিত গাড়িতে ফুলের রশি বেঁধে পুলিশ সুপার কার্যালয়
ও পুলিশ লাইন্স থেকে বিদায় জানানো হয়।
এর আগে বিদায়ী এসপি পুলিশ সুপার কার্যালয় ও পুলিশ লাইন্সে বিদায়ী
সালাম ও শুভেচ্ছা গ্রহণ করেন। এসপি আবদুল মান্নান মিয়াকে বিদায়
দেওয়ার সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্যদের
মধ্যে আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরের ৯তারিখে নওগাঁর পুলিশ সুপার হিসাবে
যোগদান করেছিলেন আবদুল মান্নান মিয়া। যোগদানের পর থেকে অস্ত্র,
মাদক, চোরাচালান, চোর, ডাকাত, ছিনতাই, চাঁদাবাজ এবং নারী
নির্যাতন বন্ধে কঠোর অবস্থানে ছিলেন তিনি। প্রানঘাতি করোনা
ভাইরাস মোকাবেলায় সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়েছেন মানুষের
দৌড়গড়ায় সেবা পৌঁছে দিয়েছেন। এছাড়াও উত্তরবঙ্গের সর্ববৃহৎ
পুলিশ শপিংমল তৈরিতেও গুরুত্বপূর্ন অবদান রেখেছেন তিনি।