রাজশাহীর ব্যবসা বাণিজ্য উন্নয়ণ শীর্ষক প্রাক-প্রস্তুতি সভা


, আপডেট করা হয়েছে : 01-09-2022

রাজশাহীর ব্যবসা বাণিজ্য উন্নয়ণ শীর্ষক প্রাক-প্রস্তুতি সভা

রাজশাহীর ব্যবসা বাণিজ্য উন্নয়ণ শীর্ষক প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ আগষ্ট) বেলা ১২ টার দিকে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বোর্ড রুমে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও বঙ্গবন্ধু পরিষদ এর যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় রাজশাহী কলকাতা ট্রেন ও বাস সার্ভিস অবিলম্বে চালু করার দাবি উত্থাপন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবি উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার তাপু। সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংক।

উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নূরুল আলম, সহ-সভাপতি প্রফেসর তানবিরুল আলম, সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মুহঃ আমিনুর রহমান, রাজশাহী কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, কবিকুঞ্জ সভাপতি রুহুল আমিন প্রামানিক, রাজশাহী শিক্ষা বোর্ড এর সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোকবুল হোসেন, এ্যাডভোকেট আসলাম সরকার প্রমুখ


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার