নারায়ণগঞ্জ নগরীতে বৃহস্পতিবার সকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিতে যুবদলকর্মী শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই মো. মিলন হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. সাইফুর ইসলাম সোহাগ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওই কর্মকর্তা আরও জানান, মামলায় আসামিদের কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকা দিয়ে শাওন প্রধান যাওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
এ সময় গুলি ও ইটের আঘাতে শাওন মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান শাওন। তাৎক্ষণিকভাবে রাস্তার লোকজন শাওনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।