রাজশাহীসহ তিন জেলায় ৪০ মিনিট বিদ্যুতের ব্ল্যাকআউট


, আপডেট করা হয়েছে : 06-09-2022

রাজশাহীসহ তিন জেলায় ৪০ মিনিট বিদ্যুতের ব্ল্যাকআউট

আকস্মিকভাবে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে রাজশাহীতে। মঙ্গলবার সকাল থেকে রাজশাহী মহানগরীর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই। 



তিন জেলা রাজশাহী নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট ছিল। এর মানে এই তিন জেলার কোথাও নেসকোর আওতাধীন এলাকায় পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।


এদিকে মঙ্গলবার সকাল ৯টার দিকে বিদ্যুৎ গেলেও রাজশাহীসহ তিন জেলার অধিকাংশ এলাকা এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এর ফলে লোকজনের স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। 


সরবরাহ প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেডের (নেসকো) কর্মকর্তারা জানিয়েছেন, গ্রিডলাইনে ক্রটির কারণে রাজশাহীতে মাত্র ১০ ভাগ বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে। নগর এলাকায় ৮০ মেগাওয়াটের চাহিদার বিপরীতে সরবরাহ আছে মাত্র ১০ মেগাওয়াট। ফলে নগরীর অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ৯টা থেকে।


নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ দুপুরে যুগান্তরকে জানান, নেসকো বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকে পাওয়ার গ্রিড অব কোম্পানি লিমিটেড (পিজিসিএল) থেকে। পিজিসিএল সকাল ৯টায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করলেও চাহিদার মাত্র ১০ ভাগ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। কতক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলা যাচ্ছে না। দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত রাজশাহীসহ তিন জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার