বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার


, আপডেট করা হয়েছে : 08-09-2022

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক। ব্যবহারকারীদের সংখ্যা কয়েকশ কোটি হলেও আর্থিক ক্ষতির মুখে পড়ছে বার বার। এর কারণ গ্রাহক কমে যাওয়া। টিকটকের উত্থান পতনের কারণ হয়েছে ফেসবুকসহ বিভিন্ন সাইটের।


ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্ন ফিচার এনেছে ফেসবুক। আবার একাধিক ফিচার বন্ধও করেছে। সম্প্রতি আরও বেশ কয়েকটি ফিচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। তার মধ্যে অন্যতম হলো ‘নেইবারহুডস’। ১ অক্টোবর থেকেই এই হাইপারলোকাল ফিচারটি বন্ধ করতে চলেছে ফেসবুক।


এই ফিচারটি ব্যবহারকারীদের আশপাশের মানুষের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করত। স্থানীয় এলাকায় কোনো নতুন জায়গা আবিষ্কার করা বা স্থানীয় মানুষের সঙ্গে যুক্ত হওয়ার পথ সহজ করতেই এই ফিচার এনেছিল ফেসবুক। গত বছর কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম চালু করা হয় এই পরিষেবা।


এখানে ব্যবহারকারীদের একটি পৃথক প্রোফাইল তৈরি করার সুবিধা দেওয়া হতো। একটি ডিজিটাল ডিরেক্টরি হিসাবে দেখা হয়েছিল এই ফিচারটিকে। তবে এত সুবিধা থাকা সত্ত্বেও বিশ্বে এটি তেমন জনপ্রিয়তা পায়নি। শুরুর দিকে ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকলেও হঠাৎ করেই এই ফিচার ব্যবহার কমিয়ে দেয় গ্রাহকরা।


যে কারণেই এই ফিচারটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক। এমনকি ফিচারটি অগ্রগতির জন্য তেমন কোনো পদক্ষেপও নেয়নি মেটা। তাই এই ফিচার বন্ধের সঠিক কারণ আসলে কী তার কোনো সদুত্তর দেয়নি মেটা। তবে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি খরচ কমাতে এমন অনেক বিষয়েই গুরুত্ব দিতে চাইছে সংস্থা।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার