কারাগারে পুঠিয়া পৌরসভার মেয়র


, আপডেট করা হয়েছে : 09-09-2022

কারাগারে পুঠিয়া পৌরসভার মেয়র

চাকরীর প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে রাজশাহীর পুঠিয়ার পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আবু তালেব তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী রোববার তার আইনজীবীর করা জামিন আবেদন এবং পুলিশের করা ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেছেন বিচারক।

এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) ভোরে বরগুনা পৌরসভা এলাকার একটি ভাড়া করা বাসা থেকে স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানিয়েছেন, মামলার তদন্তের স্বার্থে পৌরসভার মেয়রকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ জন্য আদলতে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

তরুণী ধর্ষণ মামলার এজাহার বলা হয়, চাকরীর জন্য পুঠিয়া পৌর মেয়র আল মামুনের সাথে দেখা করেন তিনি। অনৈতিক প্রস্তাব দিলে তিনি রাজি হননি। এরপর একদিন মেয়র তাকে বাড়িতে ডাকেন। বাড়িতেই ধর্ষণের শিকার হন। এরপর বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন যায়গায় তাকে নিয়ে ধর্ষণ করেন। বিয়েতে অস্বীকার করাতে ওই তরুণী বাধ্য হয়ে মামলা করেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার