আবারও বেড়েছে ডিমের দাম


, আপডেট করা হয়েছে : 16-09-2022

আবারও বেড়েছে ডিমের দাম

জ্বালানী তেলের বৃদ্ধি পাওয়ার পর হঠাৎ ডিমের দামে বেড়ে যায়। পরে আবার নিয়ন্ত্রনে আসে। আবারও ডিমের দাম বেড়ে গেছে। খোলা বাজারের পাড়া-মহল্লার দোকানে লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।একটি ডিমের জন্য ক্রেতাদের সর্বনিম্ন গুনতে হচ্ছে ১১ টাকা ২৫ পয়সা।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ডিমের দাম ডজন প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। মোহাম্মদপুর কৃষি মার্কেটের ডিম আড়ৎদার তোফিক হোসেন জানান, কয়েক দিন টানা বৃষ্টির কারণে বাজারে মুরগির ডিম- ব্রয়লার মুরগি সরবরাহ কমে গেছে। এত করে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

মহাখালী কাঁচাবাজারের ব্যবসায়ী ব্যবসায়ী সাকিবুল বলেন, এক সপ্তাহ আগেও ডিমের ডজন ছিলো ১৩৫ টাকা। ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েবিক্রি করতে হচ্ছে ১৪৫ টাকায়।

দাম বাড়ার কারণ জানতে চাইলে রাজধানীর তেজগাঁওয়ের ডিম ব্যবসায়ী বহুমুখী সমিতির সভাপতি আমান উল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘টানা বৃষ্টির কারণে বাজারে ডিমের সরবরাহ কমে গেছে। এ সময় চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। দু-এক দিনের মধ্যেই এই দাম কমে আসবে। ’ বৃষ্টির কারণে ডিমের উৎপাদনও কিছুটা কমে গেছে বলে উল্লেখ করেন তিনি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার