দাফনের ১৬ দিন পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন


, আপডেট করা হয়েছে : 26-05-2022

দাফনের ১৬ দিন পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

চাঁদপুরের কচুয়ায় জসিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির লাশ দাফনের ১৬ দিন পর কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। 

জসিম উদ্দিন গত ১০ মে ঢাকা স্কয়ার হাসপাতালে মারা যান। এ ঘটনায় জসিম উদ্দিনকে মিথানলজাতীয় পানীয় পান করিয়ে হত্যা করেছে দাবি করে একই এলাকার প্রবাসী শরিফ মজুমদারসহ সাতজনকে অভিযুক্ত করে একটি মামলা করে তার স্ত্রী তাহমিনা আক্তার। 

মামলাটি আমলে নিয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ারের নির্দেশে বৃহস্পতিবার তার লাশ উত্তোলন করা হয়। 

নিহতের স্ত্রী তাহমিনা আক্তার বলেন, আমার স্বামী ঢাকায় থাকতেন। ঈদে বাড়িতে আসেন। আমার অবুঝ তিন সন্তান নিয়ে আমি একা হয়ে পড়েছি। স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনে প্রশাসনের সহযোগিতা চাই।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম, নিহতের ভাই খোরশেদ আলম পাটওয়ারীসহ এলাকাবাসী মৃত্যুর রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

এ সময় কচুয়া থানার ওসি (তদন্ত) মো. সানোয়ার হোসেন, এসআই হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার