বাগমারায় পিআইও দপ্তরে পূর্ণ দিবস কর্মবিরতি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 22-09-2022

বাগমারায় পিআইও দপ্তরে পূর্ণ দিবস কর্মবিরতি

প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীর বাগমারায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সামনে অবস্থান নিয়ে তারা পূর্ণ দিবস কর্তবিরতির এই কর্মসূচি পালন করেন। সম্প্রতি তাঁরা সারা দেশের ন্যায় ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছিলেন। কর্মবিরতির পাশাপাশি ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ১৫ই সেপ্টেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছেন তারা।

৫ দফা দাবীর বাস্তবায়ন না হওয়ায় এবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বলে জানিয়েন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা। এ সময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যলয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার