বাগমারায় পূজা উদযাপন কমিটির মতবিনিময়


, আপডেট করা হয়েছে : 26-09-2022

বাগমারায় পূজা উদযাপন কমিটির মতবিনিময়

রাজশাহীর বাগমারায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বাগমারা থানার ওসি রবিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা, আনসার-ভিডিপি প্রশিক্ষক নারগীস আক্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রামানিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের সভাপতি শুনীল কুমার কুন্ডু প্রমুখ।

চলতি বছর বাগমারা উপজেলা জুড়ে ৭৯টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭৮টি সার্বজনীন এবং একটি ব্যক্তিগত। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ৭৮টি সার্বজনীন দূর্গাপূজা মন্দিরে ৫০০ কেজি করে চাউল প্রদান করা হবে। মতবিনিময় সভায় মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। দূর্গাপূজায় যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি আনসার-ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার