রাণীনগরে পর্যালোচনা সভা অনুষ্ঠিত


নওগাঁ প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 27-09-2022

রাণীনগরে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে এলজিইডির

আওতায় টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প ও পানি

ব্যবস্থাপনা সমবায় সমিতির মাসিক অগ্রগতির পর্যালোচনা সভা

অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এই সভা

অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহ মো. শহীদুল

হক, গহেলাপুর-শফিকপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর সভাপতি

রেজাউল বেলাল, সম্পাদক নাজিমুদ্দীন আহমেদ, রতনডারা খাল পানি ব্যবস্থাপনা

সমবায় সমিতি লি: এর সভাপতি জাহাঙ্গির আলম, কুজাইল-রক্তদহ পানি

ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা চয়েন উদ্দিন,

সদস্য খোরশেদ আলম প্রমুখ। সভায় উপজেলার বিল ও খালের পানি যথাযথ কাজে

ব্যবহারের অগ্রগতি সম্পর্কে তথ্যাদি উপস্থাপন করা হয়। কেউ যেন পানি

অপচয় কিংবা প্রয়োজন নয় এমন কাজে ব্যবহার করতে না পারে সেই বিষয়ে

সমিতিগুলো গুরুত্বপূর্ন ভ’মিকা রাখতে পারে। বিশেষ করে চাষাবাদের ক্ষেত্রে

যেন কৃষকরা এই পানিগুলো সঠিক ভাবে ব্যবহার করতে পারে সেই বিষয়ে লক্ষ্য

রাখার নির্দেশনাও প্রদান করা হয়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার