আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষে কাটাখালী থানার আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে থানার টিন সেডে ওসি এ এস এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো: মনিরুল ইসলাম উপ-পুলিশ কমিশিনার, এছাড়া বক্তব্য দেন সহকারী পুলিশ কমিশিনার মো: ফরহাদ ইমরুল কায়েস , অধ্যক্ষ মো: জহুরুল আলম রিপন, ওয়ার্ড সদস্য মো: মাসুদ রানা, মসজিদের ইমামগণ, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পূজা উদযাপন ও হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্প্রীতি সভায় বক্তারা বলেন, কোন স্বাধীনতা বিরোধী উগ্রবাদী গোষ্ঠিরা ধর্মের নামে রাষ্ট্র বা সরকারকে বিব্রত করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি কোন দুষ্কৃতিকারী অপ্রীতিকর ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সর্তক থাকার নির্দেশনা দেন । পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে তাদের স্বেচ্ছাসেবক টিমকে প্রস্তুত রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসব উদযাপনের আহবান জানান। নির্বাচন এগিয়ে এলে জঙ্গী গোষ্ঠী ও শান্তি বিনষ্টকারীরা ঘোলা পানিতে মাছ স্বীকার করার পাঁয়তারা করে। তারা যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরীর অপচেষ্টা করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে উদযাপনে শান্তি বিনষ্টকারীরা যেনো নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে সে দিকে সকলের সুদৃষ্টি দিতে হবে। কোন প্রকার ষড়যন্ত্র, নাশকতা, অনাকাঙ্খিত ঘটনা আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না করতে পারে সভায় বক্তারা সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।