শুক্রবার নতুন ডিক্রি জারি করবেন পুতিন


, আপডেট করা হয়েছে : 29-09-2022

শুক্রবার নতুন ডিক্রি জারি করবেন পুতিন

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বৃহস্পতিবার জানিয়েছেন, শুক্রবার মস্কোর সময় অনুযায়ী দুপুর তিনটায় নতুন ডিক্রি জারি করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

এর মাধ্যমে সদ্যই গণভোট হওয়া ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন তিনি।

এদিন ইউক্রেনের চারটি অঞ্চলের সঙ্গে সমঝোতা চুক্তি সই করবেন প্রেসিডেন্ট পুতিন। 

রাশিয়ার সঙ্গে এ চারটি অঞ্চল যুক্ত হওয়া মানে ইউক্রেনের প্রায় ১৫ ভাগ অঞ্চল রাশিয়ার হয়ে যাবে। এসব অঞ্চলে ৪০ লাখ মানুষ বাস করেন। 

ইউক্রেনের যতটুকু অঞ্চল রাশিয়া দখল করে নিতে যাচ্ছে সেগুলো প্রায় হাঙ্গেরির সমান জায়গা। মানে ইউরোপের একটি দেশের সমান অঞ্চল ‘চিরজীবনের’ জন্য দখল করে নিতে যাচ্ছে রাশিয়া।

মুখপাত্র দিমিত্রি পেসকোভ আরও জানিয়েছেন, আনুষ্ঠানিক চুক্তি শেষে প্রেসিডেন্ট পুতিন ‘গুরুত্বপূর্ণ’ ভাষণ দেবেন। এরপর ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার