রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে ঐক্যমত্যে ইইউ


, আপডেট করা হয়েছে : 05-10-2022

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে ঐক্যমত্যে ইইউ

চেক রিপাবলিকের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  

ইউক্রেনে হামলা করার পর ইইউ রাশিয়ার ওপর সাতটি প্যাকেজে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন এটি হবে অষ্টম প্যাকেজ। 

নিষেধাজ্ঞার ব্যাপারে চেক রিপাবলিকের প্রেসিডেন্ট দপ্তরের টুইটে বলা হয়েছে, নতুন প্যাকেজে থাকবে: নির্ধারিত মূল্যের বাইরে তৃতীয় কোনো দেশে রাশিয়ার তেল পরিবহণকারী সামুদ্রিক জাহাজ পরিবহণে বাধা প্রধান। তাছাড়া স্টিল পণ্য, কাঠের পিণ্ড, কাগজ, মেশিনারি পণ্য, ক্যামিকেল, প্লাস্টিক এবং সিগারেট পণ্যের ওপর নিষেধাজ্ঞা বৃদ্ধি।

চেক রিপাবলিকের প্রেসিডেন্সিতে আরও বলা হয়েছে, আইটি সেবা, ইঞ্জিনিয়ারিং এবং রাশিয়ান প্রতিষ্ঠানে আইনি সেবা, আরও প্রযুক্তি-রপ্তানি নিষেধাজ্ঞা এবং খেরসন এবং জাপোরিঝিয়ার ওপর নিষেধাজ্ঞার পরিমাণ আরও বাড়ানোর  ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে সবাই।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার