শান্তির নোবেল গেল বেলারুশ, ইউক্রেন ও রাশিয়ায়


, আপডেট করা হয়েছে : 07-10-2022

শান্তির নোবেল গেল বেলারুশ, ইউক্রেন ও রাশিয়ায়

শান্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চলতি বছর নোবেলের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন এক মানবাধিকার কর্মী ও দুই মানবাধিকার সংস্থা। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট শান্তির নোবেল বিজয়ী ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা করেছে।

বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করা হয়েছে। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার