এবার ইউক্রেনের পুনরুদ্ধার করা লিম্যানে গণকবরের সন্ধান


, আপডেট করা হয়েছে : 08-10-2022

এবার ইউক্রেনের পুনরুদ্ধার করা লিম্যানে গণকবরের সন্ধান

রুশ বাহিনীকে হটিয়ে ইউক্রেনের পুনরুদ্ধার করা লিম্যান শহরে গণকবরের সন্ধান পাওয়া গেছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় এ কথা জানান।

তবে, সেখানকার ওই গণকবরটিতে মোট কয়টি লাশ পাওয়া গেছে তা জানা যায়নি। খবর আলজাজিরার।

রুশ বাহিনী চলে যাওয়ার পর লিম্যানের ওই গণকবরের সন্ধান পায় ইউক্রেনের সেনারা। এতে ইউক্রেনের সেনা সদস্য ছাড়াও বেসামরিক লোকজনের মরদেহও পাওয়া গেছে স্থানীয়রা জানিয়েছেন।
 
তবে একজন পুলিশ কর্মকর্তার উদৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম কিয়েভ পোস্ট জানিয়েছে, এ পর্যন্ত গণকবরটি থেকে ১৮০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে শিশুদের মরদেহও রয়েছে।

এ গণহত্যার জন্য ইউক্রেন রাশিয়াকে দায়ী করেছে। তবে, মস্কো বরাবরই কিয়েভের এ অভিযোগ অস্বীকার করে আসছে।

গত মাসে রুশ বাহিনীর হাত থেকে ইউক্রেনের পুনরুদ্ধার করা উত্তর-পূর্বঞ্চলীয় শহর ইজিয়ামেও গণকবরের সন্ধান পাওয়া যায়।

সেখানে ৪৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। লাশগুলোতে নির্যাতনের চিহ্ন দেখে বুঝা গেছে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার