গর্ভবতী স্ত্রীর সেবা করতে এনে বাক-প্রতিবন্ধীকে ধর্ষণ, গ্রেফতার এক


, আপডেট করা হয়েছে : 09-10-2022

গর্ভবতী স্ত্রীর সেবা করতে এনে বাক-প্রতিবন্ধীকে ধর্ষণ, গ্রেফতার এক

নাটোর জেলার বাগাতিপাড়া থানা এলাকায় বাক-প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলায় মনিরুল ইসলাম ওরফে নয়ন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে ঢাকা মহানগরীর মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

আটক মনিরুল ইসলাম নাটোর জেলার বাগাতিপাড়া থানার ডুমরাই এলাকার বাসিন্দা। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, ভুক্তভোগী বাক-প্রতিবন্ধী নারী আসামী মো. মনিরুল ইসলামের প্রতিবেশী। স্ত্রী গর্ভবতী হওয়ায় বাক-প্রতিবন্ধী ওই নারীকে তাদের গৃহস্থলীর কাজকর্মের জন্য বাড়িতে রাখেন মনিরুল। কিন্তু ওই প্রতিবন্ধী নারীর প্রতি তার কুনজর ছিলো। এক পর্যায়ে তিনি তার নিজ শয়ন কক্ষে ভুক্তভোগী নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। কিন্তু তার স্ত্রী বিষয়টি দেখলে তাদের মাঝে কলহের সৃষ্টি হয়। পরবতীতে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‌্যাব।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার