ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প দেখছে না বাংলাদেশ দল।
ক্রাইস্টচার্চে রোববার সেই জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে টাইগাররা।
তবে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেই নড়বড়ে শুরু বাংলাদেশের। মিরাজের পর আউট হয়ে ফিরে গেলেন অভিজ্ঞ তারকা ব্যাটার লিটন দাস। তার ব্যাট থেকে এসেছে দুই বাউন্ডারিতে ১৩ বলে ১৫ রান। ৮ম ওভারে মিচেল ব্রাসওয়েল বলে সফ্ট ডিসমিসাল হন লিটন।
তৃতীয় বলটি উইকেট ছেড়ে বেরিয়ে এসে জোরের ওপর খেলেন লিটন। কিন্তু ব্যাটে-বলে করতে পারেননি ঠিকঠাক। সরাসরি বল যায় বোলারের দিকে। সামান্য লাফিয়ে বল মুঠোয় জমান ব্রেসওয়েল।
এর আগে দুবার জীবন পান লিটন দাস। শূন্য রানেই ফিরতে পারতেন লিটন। কিউইদের বাজে ফিল্ডিংয়ে প্রথম জীবন পান তিনি।
ট্রেন্ট বোল্টের করা তৃতীয় ওভারের শেষ বলটি কাভার ড্রাইভ করে মাটিতে রাখতে পারেননি লিটন। উড়ে যাওয়া বল ধরতে ঝাঁপিয়ে পড়েন কাভারের ফিল্ডার জিমি নিশাম। কিন্তু ক্যাচ মুঠোয় জমাতে পারলেন না। মাচ জুড়ে হইহই চিৎকারে মুহূর্তেই থেমে যায়।
৭ম ওভারেও আরেকবার জীবন পান লিটন। তাকে সহজ রানআউট মিস করেন ফিল্ডার। এ ক্ষেত্রে ফিল্ডার ছিলেন মার্টিন গাপটিল। আউট না হয়ে উল্টো দৌড়ে এক রান নেন লিটন।
এর আগে ওপেনিং জুটি থেকে আসে মাত্র ৫ রান। ২য় ওভারের ৪র্থ বলেই ওপেনার মিরাজকে সাজঘরে ফেরান পেসার টিম সাউদি।
নিজের প্রথম ওভারেই সফলতা দেখলেন সাউদি। লফটেড শট খেলতে গিয়ে মিলনের হাতে ধরা পড়লেন মিরাজ। ৫ বলে ৫ রান করলেন এ স্পিন-অলরাউন্ডার।
খেলার এই পর্যায়ে ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫৯ রান।
দুর্দান্ত খেলছেন সাব্বিরের বদলে দলে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্ত। তিনি অপরাজিত ৪ বাউন্ডারিতে ২৪ বলে ৩১ রান করে।