জার্মান দূতাবাসে রাশিয়ার মিসাইল হামলা


, আপডেট করা হয়েছে : 10-10-2022

জার্মান দূতাবাসে রাশিয়ার মিসাইল হামলা

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনারা যেসব মিসাইল ছুড়েছে তার মধ্যে একটি গিয়ে পড়েছে জার্মান দূতাবাসেও। 

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দূতাবাসে মিসাইল পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে টারাস নামে একজন ব্যাক্তি জানিয়েছেন, হামলার সময় দূতাবাস খালি ছিল। 

এ ব্যাপারে টুইটে টারাস নামে ওই ব্যাক্তি প্রথমে জানান, রাশিয়ার মিসাইল আঘাত করেছে দুটি জাদুঘরে, একটি পথচারী ব্রিজে এবং একটি অফিসে। 

তার সেই টুইটের জবাবে ইন্টেলসিৎজো নামে একজন লিখেন, ওই অফিসে জার্মান দূতাবাস ছিল। এসব হামলা দূতাবাসের কর্মকর্তাদের জীবনকে হুমকিতে ফেলেছিল। হয়তবা কেউ আহত বা নিহত হয়েছে।

তার জবাবে টারাস বলেন, রাশিয়ার মিসাইল যে অফিসে আঘাত হেনেছে সেখানে জার্মান দূতাবাসও ছিল। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে এটির কার্যক্রম চলছে না, তাছাড়া পথচারী সেতুর কাছে ইউরোপীয় ইউনিয়নের কোনো কার্যক্রম চলছে না। এখানে কোনো কর্মকর্তা নেই।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার