বাবর আজমের সঙ্গে লিটনের পাল্লা


, আপডেট করা হয়েছে : 12-10-2022

বাবর আজমের সঙ্গে লিটনের পাল্লা

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে পাল্লা দিয়ে রান করে যাচ্ছেন বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান লিটন কুমার দাস। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে দেড় হাজারের বেশি রান করেছেন লিটন। 

বুধবার ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন লিটন।

পাকিস্তানের তারকা ওপেনার বাবর আজম চলতি বছরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৫ ইনিংসে ৬টি সেঞ্চুরি আর ১২টি ফিফটির সাহায্যে ৬০.৬৭ গড়ে ১৮৮১ রান করেছেন। 

চলতি বছরে রান সংগ্রহে বাবর আজমের ঠিক পরেই আছেন লিটন। তিনি এখনও পর্যন্ত ৩৭ ইনিংসে ৩টি সেঞ্চুরি আর ১০টি ফিফটির সাহায্যে ৪৩.০৫ গড়ে ১৫০৭ রান করেছেন। 

বুধবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের করা ২০৮/৫ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে ৪৪ বলে ৮ চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া ১৬ ও ১৭ বলে ২৩ রান করে করেন লিটন দাস ও সৌম্য সরকার। ৪৮ রানে জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার