শেয়াল মারার ফাঁদে শিশুর মৃত্যু


, আপডেট করা হয়েছে : 29-05-2022

শেয়াল মারার ফাঁদে শিশুর মৃত্যু

শেয়াল মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে জান্নাতি নামে ৭ বছরের এক শিশু মারা গেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (২৯ মে) ভোরে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের শিব পাড়াতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার  ওসি (তদন্ত) নুরে আলম। 

মৃত শিশু জান্নাতির পিতার নাম জিল্লুর রহমান। মুরগির খামারের মালিক আবু তালেব। তাদের সবার বাড়ি তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের শিব পাড়াতে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শেয়ালের হাত থেকে মুরগি বাঁচাতে খামারের আশেপাশে বৈদ্যুতিক ফাঁদ ফেতে রেখেছিলেন খামারী আবু তালেব। আজ ভোর রাতের দিকে শিশু জান্নাতি সেখানে আম কুড়াতে যায়। পরে শেয়ালের জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা যায় সে। 

তালম ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তালেব হোসেন বলেন, খামারী আবু তালেব আমাকে সকালে মুঠো ফোনে বলেন, “তার মুরগির খামারের শেয়াল মারা ফাঁদে শিশু মারা গেছে। এরপর তাকে খামারের পাশের একটি পরিত্যক্ত জায়গায় আবর্জনা দিয়ে ঢেকে রেখেছেন।” 

এ প্রসঙ্গে ওসি (তদন্ত) নুরে আলম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার মূল কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার