বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দ. আফ্রিকার লক্ষ্য ৮০


, আপডেট করা হয়েছে : 24-10-2022

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দ. আফ্রিকার লক্ষ্য ৮০

২২ বলে ১৯ রানে নেই ৪ উইকেট।  ইনিংসের শুরুতে এমন ধকল যায় জিম্বাবুয়ের ওপর দিয়ে। টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ের পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে লম্বা সময় খেলা বন্ধ থাকে। 

বৃষ্টি থামার পর খেলা যখন মাঠে গড়ায় তখন ম্যাচের দৈর্ঘ্য কমে দঁড়ায় ৯ ওভার তথা ৫৪ বলে। প্রথম ২২ বলে ১৯ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে শেষ দিকে রীতিমতো ব্যাটিংয়ে তাণ্ডব চালান ওয়েসলি মাধেভেরে। বলে বলে রান নিয়ে তাকে সঙ্গ দেন মিল্টন শুম্বা। 

ওয়েসলি মাধেভেরে ও মিল্টন শুম্বা জুটি শেষদিকে ৩৩ বল মোকাবেলা করে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।  মাত্র ১৮ বল মোকাবেলা করে ৪টি বাউন্ডারি আর এক ছক্কায় ৩৫ রান করেন মাধেভেরে।  ২০ বলে ১৮ রান করেন শুম্বা। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার