ঝড়ে ঘরের ওপর গাছ, শতবর্ষী নারী নিহত


, আপডেট করা হয়েছে : 25-10-2022

ঝড়ে ঘরের ওপর গাছ, শতবর্ষী নারী নিহত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বরগুনায় ঘরের ওপর গাছ পড়ে শতবর্ষী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম আমেনা খাতুন। তিনি বরগুনা সদর উপজেলার সোনাখালী গ্রামের বাসিন্দা। তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।  

জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এতে ঘরের পাশে থাকা একটি চাম্বলগাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এ সময় ঘরে থাকা ১১৫ বছর বয়সি আমেনা খাতুন ঘটনাস্থলেই মারা যান। তবে পরিবারের অন্য কারও ক্ষতি হয়নি।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। মঙ্গলবার সকাল ৯টায় নিহতের জানাজা অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। 

এদিকে বরগুনায় সোমবার সারা দিন বৃষ্টি থাকলেও রাত সাড়ে ৮টার পর থেকে বৃষ্টি থেমে গেছে। মাঝে মাঝে হালকা বাতাস বইলেও তা স্থায়ী হচ্ছে না। মঙ্গলবার সকালে সূর্যের আলো দেখা গেছে। বরগুনা বেতাগী ও বরগুনা নিশানবাড়িয়া সড়কে কয়েকটি গাছ পড়ে সড়ক কিছু সময় বন্ধ থাকলেও তা সরিয়ে নেওয়া হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার