রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারি ট্রেনে মারাত্মক সিডিউল বিপর্যয় ঘটেছে। গত সোমবারের সিল্কসিটি ট্রেনের চাকা অকেজো হয়ে যাওয়ায় এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে লাইনচ্যুত হওয়ার ঘটনার জের ধরে পশ্চিমাঞ্চল রেলে চলাচলকারি অধিকাংশ দূরপাল্লার ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে।
প্রতিটি ট্রেন ৫ থেকে ৭ ঘণ্টা বিলম্বে চলাচল করছে। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়েছে যে আজ সকালের চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রেলরুটের আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেন যাত্রা বাতিল করতে হয়েছে। এতে শত শত যাত্রী চরম বিড়ম্বনায় পড়েন। রেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে যাত্রীদের টিকিটের দাম ফেরত দিয়েছে।
এদিকে ট্রেনের স্বাভাবিক গতি ও চলাচল বিঘ্ন ঘটায় আজ সকালের রাজশাহী-ঢাকা রুটের সিল সিটি ট্রেন ৫ ঘণ্টা বিলম্বে রাজশাহী ছেড়েছে। এ ব্যাপারে পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে চেষ্টা চলছে।
রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, ঢাকা-রাজশাহী রুটে প্রতিটি ট্রেন ৫-৬ ঘন্টা দেরিতে ছাড়ছে। সিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরাও ভোগান্তির মুখে পড়েছেন। মঙ্গলবার সকালের বনলতা ট্রেনটি বাতিল করতে হয়েছে। পরে সিল্কসিটি চার ঘন্টা দেরিতে সকাল ১১টার দিকে ছেড়ে গিয়েছে।