তাসকিন ও মোস্তাফিজ এ দুই পেসারের জোড়া আঘাতে ৩৫ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। দলের এমন পরিস্থিতি থেকে অভিজ্ঞ চাকাভাকে দলকে টেনে তুলছিলেন ওপেনার শনউইলিয়ামস।
এ জুটি ৩৪ রান করে ফেলে। এ পরিস্থিতিতে ফের দলের ত্রাতা হয়ে এলেন তাসকিন। নিজের তৃতীয় শিকারে পরিণত করলেন রেগিস চাকাভাকে।
তাসকিনের অফস্টাম্পের বাইরে করা বলে পরাস্ত হন চাকাভা। তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপার সোহানের গ্লাভসে।
১৫ বলে ১৯ রানে ফিরলেন জিম্বাবুয়ের উইকেটকিপার।
তাসকিনের দুর্দান্ত পারফরম্যান্সে খেলা এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে।
খেলার এই পর্যায়ে জিম্বাবুয়ের রান ১২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৭০ রান। উইকেটে শন উইলিয়ামসের সঙ্গে ব্যাট করছেন রায়ান বার্ল। ২২ বলে ৪ বাউন্ডারিতে ২৯ রানে অপরাজিত উইলিয়ামস।
জয়ের জন্য চাই ৪৫ বলে ৭৭ রান। হাতে ৫ উইকেট।