ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র চা চাষিদের নিয়ে দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত


, আপডেট করা হয়েছে : 01-11-2022

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র চা চাষিদের নিয়ে দিনব্যাপী  মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় রবিবার ১ নভেম্বর ইএসডিও কার্যালয়ে দিনব্যাপী ক্ষুদ্র চা চাষিদের সমস্যা, সমাধান, সম্ভাবনা, চায়ের উৎপাদন বৃদ্ধি এবং গুণগতমান উন্নয়নে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। 
সলিডারিদাড নেটওয়ার্ক এশিয়া ও ইএসডিও’র আয়োজনে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন ভূইয়া।
 অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তি কৃষি অফিসার শহীদুল ইসলাম, গ্রীন ফিল্ড চা কারখানার এমডি ফয়জুল ইসলাম (হিরু), 
সলিডারিদাড নেটওয়ার্ক এশিয়া প্রোজেক্ট ম্যানেজার এএসএম শহিদুল হক প্রমুখ। 
সভায় চা কারখানা মালিক, চা বাগান মালিক, চা চাষী সমিতির নেতৃবৃন্দ, ক্ষুদ্র চা চাষী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ে সমতলের চায়ের গুণগতমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার