দোনেৎস্কে প্রতিদিন শত শত রুশ সেনা মারা যাচ্ছে: জেলেনস্কি


, আপডেট করা হয়েছে : 08-11-2022

দোনেৎস্কে প্রতিদিন শত শত রুশ সেনা মারা যাচ্ছে: জেলেনস্কি

দোনেৎস্কে তুমুল লড়াই চলছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, দোনেৎস্কের বিভিন্ন অঞ্চল দখলদার বাহিনীর সবচেয়ে বড় উন্মাদনার কেন্দ্রস্থল। 

মঙ্গলবার রাতের এক ভাষণে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের।

ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন, প্রতিদিন শত শত রুশ সেনা নিহত হচ্ছেন। ইউক্রেনীয় অবস্থানের সামনের মাঠটি আক্ষরিক অর্থে দখলদারদের লাশে ভরাট হয়ে গেছে।

জেলেনস্কি আরও বলেন, সত্যিকারের শান্তি আলোচনায় রাশিয়াকে বাধ্য করতে হবে। রাশিয়া বারবার নিজেকে এ ধরনের আলোচনায় জড়াতে অনিচ্ছুক দেখিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ২৫৮ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার