অপহরণের পাঁচ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, আটক ১


, আপডেট করা হয়েছে : 30-05-2022

অপহরণের পাঁচ দিন পর  স্কুল ছাত্রী উদ্ধার, আটক ১

অপহরণের পাঁচ দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় তার পিতার দায়ের করা অপহরণ মামলায় গত শনিবার রাতে ঢাকার ধামরাই এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

এ সময় অপহরণকারী যুবক আশিকুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গত ২৩ মে বাগমারা উপজেলার দেউলিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আশিকুর রহমান সোহেল একই এলাকায় বসবাসরত জাহাঙ্গীর আলমের স্কুল পড়ুয়া (১৬) মেয়েকে অপহরণ করে। অপহরণের ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে বাগমারা থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। ওই মামলায় ৫দিন পর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।

সেই সাথে অপহরণকারী আশিকুর রহমান সোহেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। উদ্ধার হওয়া ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। অপরদিকে অপহরণকারীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, মেয়ের পিতা দায়ের করা মামলায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

সেই সাথে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার