করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৪৮


, আপডেট করা হয়েছে : 08-11-2022

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৪৮

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৪৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৩০ জনে। তবে মৃতের সংখ্যা আগের মতো ২৯ হাজার ৪২৬ জনে রয়েছে।


মঙ্গলবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮১৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এসময়ে সরকারি ও বেসরকারি ৮৮৩টি পরীক্ষাগারে ২ হাজার ৭৯৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫০ লাখ ৩০ হাজার ৪২৪টি।


গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৯৯ জন।


২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম দেশে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার