দূর্গাপুর পৌর ভোটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ


, আপডেট করা হয়েছে : 14-11-2022

দূর্গাপুর পৌর ভোটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

রাজশাহী জেলার দূর্গাপুর পৌরসভার ভোট উপলক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৬ নভেম্বর দেশের এ পৌরসভায় শুধু চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির আইন শাখার উপসচিব আব্দুছ সালাম এ তথ্য জানান। এ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। তিনি বলেন, এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ইতোমধ্যেই সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬ তে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। ম্যাজিস্ট্রেট পেনাল কোডের অধীনে তারা মামলা নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনা করতে পারবেন। ভোট সুষ্ঠু করতে দূর্গাপুর পৌরসভায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

ইসি জানায়, এই পৌরসভায় জুডিসিয়াল সার্ভিসের একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভোটগ্রহণের পূর্বের দু’দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দু’দিন অর্থাৎ ১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর মোট পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার