ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে না: রাষ্ট্রদূত


, আপডেট করা হয়েছে : 30-05-2022

ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে না: রাষ্ট্রদূত

ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছে রাশিয়া।

ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এন্ড্রি কেলিন বোরবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর ডেইলি শাবাহর।
 
এন্ড্রি কেলিন বলেন, ইউক্রেনে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে; তবে এ যুদ্ধে কোনো পরমাণু অস্ত্র ব্যবহারে আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, রাশিয়ার সামরিক আইন অনুসারে কেবল দেশের অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে, তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়।
 
মস্কো ইউক্রেনের চালানো আগ্রাসনকে 'বিশেষ সামরিক অভিযান' হিসেবে অভিহিত করছে।

এ সময় বিবিসি রুশ রাষ্ট্রদূতকে প্রশ্ন করে, পুতিন ব্রিটেনে পারমাণবিক হামলা চালাবে কিনা? উত্তরে রুশ রাষ্ট্রদূত বলেন, এ ধরনের পরিকল্পনা আপাতত রাশিয়ার নেই।  


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার