রাত পোহালেই দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ভোট


, আপডেট করা হয়েছে : 15-11-2022

রাত পোহালেই দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ভোট

রাত পোহালেই রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র পদে বুধবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য পৌর এলাকায় ১১ টি কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত করেছে নির্বাচন প্রস্তুত কমিটি। সেই সাথে ১১ টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দিয়েছেন নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তৃবৃন্দ।
এ নির্বাচনে আগামী মেয়র পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে সাজেদুর রহমান মিঠু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে “জগ” প্রতীকে জার্জিস হোসেন সোহেল, “মোবাইল” প্রতীক নিয়ে মোশাররফ হোসেন এবং তালগাছ প্রতিক নিয়ে জিয়াউল হক রতন। তবে জিয়াউল হক রতন এ নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।

এদিকে সকাল দশটায় থানা কম্পাউন্ডে  দুর্গাপুর থানা কর্তৃক আয়োজিত অবাধ, সুষ্ঠু, ও শান্তুিপূর্ন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ পুলিশ এর ব্রিফিং প্যারেট অনুষ্ঠানে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ওসি নাজমুল হক এর সভাপতিত্বে
নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ মোতাবেক  পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে নির্বাচনী নির্দেশনা পালনের জন্য বাংলাদেশ পুলিশ, ডিবি পুলিশ, আনসার ও ভিডিপি কর্মকর্তা ও সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেছেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ রানা (বিপিএম) বার।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানান,দুর্গাপুর পৌরসভা এলাকায় ১১টি কেন্দ্রে ৫৭ টি বুথে ইভিএম মেশিনের মাধ্যমে উপ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পৌর এলাকায় মোট ভোটার ২১ হাজার ১২৬ জন, এদের মধ্যে ১০হাজার ৪৪৫ জন পুরুষ ও ১০হাজার ৬৮১ জন নারী ভোটার। নির্বাচনে মোট ১১ জন প্রিজাইডিং, ৫৭ জন সহকারী প্রিজাইডিং ও ১৫৪ জন পুলিং অফিসার ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলিতে নিয়োজিত থাকবে ।

দুর্গাপুর থানার অফিসার ওসি নাজমুল হক বলেন, পৌরসভা নির্বাচনী এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পৌর নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকায় থাকবে বাংলাদেশ পুলিশ ডিবি পুলিশ আনসার ও ভিডিপি সদস্যরা। সেই সাথে থাকবে ভ্রাম্যমান।

গত ২১ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় মেয়র তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ ই নভেম্বর বুধবার।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার