বিদ্যুৎ লাইনে বিমান বিধ্বস্ত, অলৌকিকভাবে বেঁচে গেলেন আরোহীরা


, আপডেট করা হয়েছে : 28-11-2022

বিদ্যুৎ লাইনে বিমান বিধ্বস্ত, অলৌকিকভাবে বেঁচে গেলেন আরোহীরা

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমারি কাউন্টির বিদ্যুৎ লাইনের ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

এতে পাইলটসহ আরোহীরা অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।এ ঘটনায় সেখানকার অন্তত ৮৫ হাজার ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। খবর সিএনএনের।

স্থানীয় সময় রোববার বিকাল পৌনে ৬টার দিকে মন্টগোমারি কাউন্টি এয়ার পার্কের কাছে বিদ্যুৎ লাইনের ওপর এক ইঞ্জিনবিশিষ্ট মুনি এম২০জে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর বিমানের দুই আরোহী প্রায় ১০০ ফুট ওপরে বিদ্যুতের লাইনে ঝুলতে থাকেন।

মেরিল্যান্ড পুলিশ জানিয়েছে, বিমানটিতে পাইলট হিসেবে প্যাট্রিক মাইকেল এবং যাত্রী জ্যান উইলিয়ামস ছিলেন।

পাইলটের বাড়ি ওয়াশিংটন ডিসিতে এবং উইলিয়ামস হলেন লুইজিয়ানা অঙ্গরাজ্যের অধিবাসী। বৃষ্টির মধ্যে বিমানটি ওই বিদ্যুতের লাইনের ওপরে পড়ে, তবে দুর্ঘটনার মূল কারণ এখনো জানা যায়নি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার