রংপুর সিটি করপোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফার নাম ঘোষণা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা দেন রওশন। পরে দলের মুখপাত্র মামুনূর রশীদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণ্যমাধ্যমকে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, সিটি নির্বাচনে এই আসনটি যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। তাই জাতীয় পার্টির প্রতীক ‘লাঙল’ নিয়ে নির্বাচনে জয়ী হবে এমন যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হয়েছে।
রওশনের বরাত দিয়ে বলা হয়, বিরোধী দলীয় নেতার বার্তা হলো- সন্তান ভুল করলেও, মা হিসেবে তিনি সন্তানের ভুল ক্ষমা করে দিয়েছেন।
একই সঙ্গে ‘লাঙ্গলে’র ঘাঁটি রংপুরের সব নেতা-কর্মীকের পল্লীবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবন্ধভাবে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে মোস্তফাকে জয়ী করার আহবানও জানিয়েছেন তিনি।
এদিকে রাতে ঢাকায় এসে রওশন এরশাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মোস্তাফিজার রহমান মোস্তফা।