নেপালে বিধ্বস্ত বিমানের ২০ আরোহীর মরদেহ উদ্ধার


, আপডেট করা হয়েছে : 30-05-2022

নেপালে বিধ্বস্ত বিমানের ২০ আরোহীর মরদেহ উদ্ধার

নেপালে রোববার ২২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় সোমবার স্থানীয় সময় বিকাল পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

আর মাত্র ২ জনের খোঁজ এখনো মেলেনি। ফলে উদ্ধারকারীরা কাউকে জীবিত পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে হিমালয়ান টাইমস। 

ডিএইচসি-৬-৩০০ টুইন ওটার বিমানটি হিমালয়ের দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটিতে দুইজন জার্মান, চারজন ভারতীয় এবং ১৬ জন নেপালি ছিল। 

বিমানটি রোববার সকালে পর্যটন শহর পোখরা থেকে উড্ডয়নের ১৫ মিনিট পরেই বিধ্বস্ত হয়। 

নেপালের বেসামরিক বিমান পরিচালনার কর্মকর্তা দিও চন্দ্র লাল কর্ণ বলেন, জীবিত কাউকে উদ্ধার করার সম্ভাবনা ক্ষীণ।

খারাপ আবহাওয়া ও অনুকুল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটে। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার