ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৩


, আপডেট করা হয়েছে : 07-12-2022

ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৩

ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

বুধবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম জাভা প্রদেশের বান্দুং পুলিশের কর্মকর্তা আসউইন সিপায়ুং মেট্রো টিভিকে জানিয়েছেন, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ছুরি হাতে এক ব্যক্তি পুলিশ ভবনে প্রবেশ করার পরই বিস্ফোরণ ঘটে। 

ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র আহমেদ রামাদান ডেটিক নিউজ ওয়েবসাইটকে বলেছেন, নিহত ওই ব্যক্তি হামলার সন্দেহভাজন অপরাধী। তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

মেট্রো টিভির ফুটেজে পুলিশ স্টেশনের ক্ষতির চিত্র দেখা গেছে। এ ছাড়া মাটিতে পড়ে থাকা ভবনের কিছু ধ্বংসাবশেষ এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। 

বাসিন্দারা জানিয়েছেন, তারা একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার