ঠাকুরগাঁও সীমান্তে ২ জন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ


ঠাকুরগাঁও প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 08-12-2022

ঠাকুরগাঁও সীমান্তে ২ জন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলার হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৪ নং মেইন পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার সময় ২জন বাংলাদেশীর বিসএফের হাতে ধরা পরার খবর পাওয়া গেছে।

বিশেষ সুত্রে জানা যায় যে, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া (ভাঙ্গামুণি) গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ মনিরুল(২৫) মোঃ হামিদুলের ছেলে জুয়েল(২৫) গতকাল ৭/১২/২০২২ইং সন্ধা আনুমানিক ৬টার সময় বাংলাদেশ ভারত ৩৬৪ নং মেইন পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার সময় ভারতীয় ১৪২ ব্যাটালিয়ন ভুক্ত কুয়ালিঘর ক্যাম্পের বিএসএফ জোয়ানরা আটক করে।


 খবরের সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে ৫০ ব্যাটালিয়ন  ভুক্ত  বেতনা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কোমান্ডারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি  বলেন যে, আমরা ও বিষয়টি শুনেছি এবং বিএসএফের কাছে জানতে চাইলে বিএসএফ  লোক গ্রেপ্তারের কথা স্বীকার করেনি তবে বিজিবির পক্ষ থেকে অনুসন্ধান চলছে । ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আহসান হাবীব হাসান বিএসএফের হাতে লোক আটকের  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার