সেন্টমার্টিনে রাবি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান


, আপডেট করা হয়েছে : 09-12-2022

সেন্টমার্টিনে রাবি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের ফেলা প্লাস্টিকসহ নানা ধরনের বর্জ্যের ক্ষতি সম্পর্কে সচেতন ও পরিবেশ রক্ষায় প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্বীপের জেটি ঘাট সংলগ্ন উত্তর দিকের সৈকতে শুক্রবার এই অভিযান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সদ্য বিদায়ী মাস্টার্স (২৬তম ব্যাচ) শিক্ষার্থীরা।

এ সময় সৈকতে ঘুরে বেড়ানো স্থানীয় শিশু-কিশোরেরাও উৎসাহ নিয়ে শিক্ষার্থীদের সাথে অংশ নেয়।
বিভাগীয় শিক্ষাসফরের অংশ হিসেবে সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে এসে তারা এই কর্মসূচি পরিচালনা করে। এটি তত্ত্বাবধান করেন বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ বকুল। আমি।

প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সময় তারা সাতটি বড় ব্যাগে করে সৈকতে পড়ে থাকা ও সাগর থেকে ভেসে আসা পলিথিন ব্যাগ, প্লাস্টিকের বোতলসহ নানা পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ করে। এসব বর্জ্য তারা জেটি ঘাটের পাশে কোস্টগার্ডের নির্ধারিত বর্জ্য সংগ্রহ স্থানে ফেলে আসেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৬তম ব্যাচের ১৬ জন শিক্ষার্থী অংশ নেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার