জ্বালানি তেলের সংকট কাটাতে ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন


, আপডেট করা হয়েছে : 15-12-2022

জ্বালানি তেলের সংকট কাটাতে ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন

জ্বালানি তেলের সংকট কাটাতে ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলের ডিপো পরিদর্শনে এসে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেছেন, আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় দ্রুত তেল নিয়ে আসার জন্য পাইপলাইন করছি। এ প্রকল্পের আওতায় সিদ্ধিরগঞ্জে তেলের ডিপোর জায়গাটা আমরা নিচ্ছি।

এ জায়গা থেকে মেঘনা ও যমুনায় (তেলের ডিপো) ডেলিভারি যাবে। বিশেষ করে জাহাজে আমরা এ জায়গা থেকে ডেলিভারি দিব। এ কারণে আমরা এ জায়গাটা নিচ্ছি।

তিনি আরো বলেন, ইতি মধ্যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে এ জায়গাটা দেওয়ার ব্যাপারে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ ও সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার