বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা


নিউজ ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-12-2022

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

অবশেষে অপেক্ষার শেষ। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। দুর্দান্ত ফাইনালে অবসান টাইব্রেকারে। টাইব্রেকারে জিতে বিশ্বকাপ নিয়ে গেল  আর্জেন্টিনা। 

১৯৭৮ সালের পর ১৯৮৬ সালে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর আরও দুইবার ফাইনালে খেললেও বিশ্বকাপের সোনালী ট্রফি আর আর দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারেনি তারা। ২০১৪ সালের পর তাদের সামনে আরেকটি সুযোগ জার্সিতে তৃতীয় তারকা লাগানোর।


লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত ৯টায় শুরু হয় কাতার বিশ্বকাপের ফাইনাল।


১৯৯৮ সালের চ্যাম্পিয়ন নামছে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি শিরোপার হাতছানি তাদের সামনে।


এখন পর্যন্ত দুটি করে শিরোপা জিতে সমতায় আছে ফুটবলের এই দুই পরাশক্তি। সময় এসেছে কোনো একটি দলের এগিয়ে যাওয়ার।

বিস্তারিত আসছে...


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার