রাঙামাটি-বান্দরবান সড়কে অবরোধের ডাক


, আপডেট করা হয়েছে : 19-12-2022

রাঙামাটি-বান্দরবান সড়কে অবরোধের ডাক

রাঙামাটির রাজস্থলীতে নিখোঁজ ছাত্রলীগ কর্মী সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ২৪ ঘণ্টার অবরোধ ডেকেছে রাজস্থলীর বাঙালহালিয়া নাগরিক কমিটি। মঙ্গলবার সকাল ৬টায় অবরোধ শুরু হয়ে শেষ হবে বুধবার সকাল ৬টায়।

রোববার বিকালে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বাঙালহালিয়া নাগরিক কমিটির নেতারা।

এ সময় তারা বলেন, সালাউদ্দিন ৪ ডিসেম্বর রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আমতলীপাড়া নামক এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। দীর্ঘ পনেরো দিন অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। সালাউদ্দিন উদ্ধার না হওয়া পর্যন্ত বাঙালহালিয়া নাগরিক কমিটির কঠোর কর্মসূচি চলতে থাকবে।

চলমান আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ও বুধবার রাঙামাটি-বান্দরবান সড়কে ২৪ ঘণ্টার অবরোধ ঘোষণা দেন কমিটির সভাপতি এমদাদুল হক মিলন। তিনি বলেন, অবরোধ চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহণ, অ্যাম্বুলেন্স, স্কুল, কলেজেপড়ুয়া ছাত্রছাত্রী, শিক্ষক ও সাংবাদিকরা কর্মসূচির আওতার বাইরে থাকবেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার