‘আগে ১০ বার বোমা মারত, এখন মারে ৭০-৮০ বার’


, আপডেট করা হয়েছে : 28-12-2022

‘আগে ১০ বার বোমা মারত, এখন মারে ৭০-৮০ বার’

১৩ বছর বয়সি নিকা সেলিভানোভা। দুই হাত নেড়ে তার বান্ধবী ইন্নাকে বিদায় জানিয়ে ট্রেনে চড়ে খেরসন ছেড়ে চলে যাচ্ছে। হৃদয়বিদারক এ মুহুর্তে অশ্রুজলে সিক্ত হয়েছে দুজনই। ছেড়ে যাওয়ার এমন কষ্ট হয়তো এর আগে কখনো অনুভব করেনি অবুঝ এ শিশু দুটি। 

নিকার মা-বাবাও চলে যাচ্ছে মাতৃভূমি খেরসন ছেড়ে। নিকার মা ইলেনা বলেন, 'এর আগে রাশিয়া দিনে মাত্র ৭-১০ বার বোমা হামলা করত, এখন দিনে ৭০-৮০ বার বোমা হামলা করে, যা অসহনীয় মাত্রায় চলে গেছে।'

বড়দিনের পর নিকার পরিবারের মতো এভাবে খেরসন ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন হাজার ইউক্রেনীয়।খেরসনের বিভিন্ন চেকপয়েন্টে গাড়ির লাইনে যানজট তৈরি হয়েছে। খবর বিবিসির। 

কেউ খেরসন ছেড়ে ইউক্রেনের অন্য কোনো শহরে যাচ্ছেন, কেউবা দেশ ছেড়েই পালাচ্ছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের পর লাখো মানুষ পার্শ্ববর্তী পোল্যান্ড, জার্মানিসহ বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। 

এর আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চল খেরসনে বড়দিনের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

রুশ বিমানবাহিনীর চালানো এ হামলায় খেরসনের কেন্দ্রীয় ভাগের বেশ কয়েকটি আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার