চলন্ত ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ১


, আপডেট করা হয়েছে : 29-12-2022

চলন্ত ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কড্ডার মোড় রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনও ওই এলাকা পার হচ্ছিল। বাসটি দ্রুতগতিতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ২৫ জন আহত হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। 

ওসি হারুন অর রশিদ আরও জানান, এ দুর্ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকা-উত্তরাঞ্চল রেলযোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে জামতৈল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পরিবর্তন করার পর পদ্মা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে চলে যায়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার