বাঘায় জামায়াতের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার


, আপডেট করা হয়েছে : 06-01-2023

বাঘায় জামায়াতের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকরা মামলায় মৌলানা ওয়াজেদ আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার জোতরাঘব গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বৃহসপতিবার (০৫-০১-২০২৩) রাত সোয়া ৮টায় নিজ গ্রামের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। ওয়াজেদ আলী পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। সে জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

জামায়াতের দলীয় সুত্রে জানা গেছে, ওয়াজেদ আলী উপজেলার বাজুবাঘা ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, এ সময় জামায়াতের দলীয় বই, সদস্য ফরম,অর্থ আদায়ের রশিদ বহি উদ্ধার করা হয়। গত বছরের নভেম্বর মাসের ৩ তারিখে এসআই শাহরিয়ার বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।(মামলা নং-১৭) ধৃত ব্যক্তির সাথে কথা বলা সম্ভব না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার