আগামীতেও শেখ হাসিনাই সরকার গঠন করবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


, আপডেট করা হয়েছে : 09-01-2023

আগামীতেও শেখ হাসিনাই সরকার গঠন করবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহন করে সাবলম্বী হচ্ছে নতুন প্রজন্মের তরুণরা। এই সফলতা এনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ পরিচালনার ক্ষেত্রেও বিশে^ সফলতা অর্জন করেছেন প্রধানমন্ত্রী । এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন ।

রোববার (৮ জানুয়ারী) সকালে বাঘা উপজেলার গোচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে এসব কথা ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২৬ হাজার একাডেমিক ভবন ও ৩৬ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা ।

প্রতিমন্ত্রী আরোও বলেছেন, দেশের উন্নয়নে কাজ করতে গিয়ে প্রধানমন্ত্রীকে ২২ বার হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সৃষ্টি কর্তার অসীম কৃপায় বেঁচে আছেন। তাঁর নের্তৃত্ব দেখে বহির্বিশে^র কিছু নেতা হিংসা করে দালালদের মদদ দেওয়ার চেষ্টা করছে। এতে কোন লাভ হবেনা। আগামী ২০২৪ সালের নির্বাচনে আবার নৌকা বিজয়ী হবে এবং শেখ হাসিনাই সরকার গঠন করবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। জনবহুল বাংলাদেশে করোনা মোকাবেলায় বিশে^ ৫ম স্থান অর্জন করেছেন । মাটি ও মানুষের নেতা হিসেবে কাজ করতে চান প্রধানমন্ত্রী ।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মো. মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক রিবোন আহম্মেদ বাপ্পি, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল প্রমুখ। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক কণ্যা উম্মে ফাতেমা তাহসিন অংকিতা।

বিদ্যালয়টির সহকারি শিক্ষক মিনারা পারভিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আড়ানী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদুজ্জামান শাহীদ, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, আড়ানী সরকারি মনোমোহীনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, গোচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমান, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নওশাদ আলী।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার