ডাচ প্রধানমন্ত্রীর স্মার্টফোন নেই!


, আপডেট করা হয়েছে : 01-06-2022

ডাচ প্রধানমন্ত্রীর স্মার্টফোন নেই!

অতটা গরিব দেশ নয় নেদারল্যান্ডস যে দেশটির প্রধানমন্ত্রীর হাতে একটি স্মার্টফোন থাকতে পারে না। আসলেও নেই। ‘মান্ধাতার আমলের’ ফোনটিতে ম্যাসেজ জমা রাখার পর্যাপ্ত জায়গা না-থাকায় পুরোনো ম্যাসেজ মুছে ফেলে নতুন ম্যাসেজ ঢোকার জায়গা করে দেন মার্ক রুতে।

এতটাই সাধারণ জীবনযাপন করেন ২০২২ সালে পার ক্যাপিটা ৬০ হাজার ৫৮৯ মার্কিন ডলার জিডিপি অর্জন করা দেশটির প্রধানমন্ত্রী। ম্যাসেজ মুছে ফেলার বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এই রাষ্ট্রপ্রধান।

পরবর্তীতে প্রশাসনের টনক নড়ে, রুতের হাতে কোনো স্মার্ট ফোন নেই। তাই অফিসের কাজে ব্যবহারের জন্য তাকে একটি স্মার্টফোন কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডাচ প্রশাসন। টাইমস নাও।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার