বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পাকিস্তানি খেলোয়াড়দের শ্রদ্ধা


, আপডেট করা হয়েছে : 15-01-2023

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পাকিস্তানি খেলোয়াড়দের শ্রদ্ধা

রাজধানীর শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে ৭-১৯ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের খেলা। খেলা শেষে শনিবার (১৪ জানুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দেশের সঙ্গে পাকিস্তানি খেলোয়াড়রাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

এসময় খেলোয়াড়দের সঙ্গে প্রশিক্ষক, রেফারি, আইটিএফ রিপ্রেজেন্টেটিভ ও টুর্নামেন্ট ডিরেক্টররাও উপস্থিত ছিলেন।

ঢাকার এই টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও অংশ নিয়েছেন কম্বোডিয়া, লাওস, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান ও মালদ্বীপের ২০ জন বালক ও ১৪ জন বালিকা। তাদের সঙ্গে রয়েছেন ১০ জন কোচ ও অভিভাবক।

টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার বলেছেন, ‘পাকিস্তানি খেলোয়াড় ও তাদের অভিভাবকসহ সবাই মিলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা করেছেন। এরপর সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেছেন।’


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার