রাজশাহী অঞ্চলের ৯টি মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


, আপডেট করা হয়েছে : 16-01-2023

রাজশাহী অঞ্চলের ৯টি মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা ১১টায় ভার্চ্যুয়ালি সারাদেশে এসকল মসজিদের উদ্বোধন করেন তিনি।

সারাদেশের ৫০টির মধ্যে ছিলো রাজশাহী বিভাগের ৯টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এই নয়টির মধ্যে রাজশাহী মহানগরী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও সিরাজগঞ্জের ছিলো একটি করে এবং বগুড়া ও পাবনার ছিলো দুটি করে।

এ উপলক্ষ্যে রাজশাহীর মহানগর মডেল মসজিদে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, পুলিশ কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসন আবদুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

চার তলা বিশিষ্ট এই রাজশাহী মহানগর মডেল মসজিদটিতে রয়েছে গাড়ি পার্কিং, মরদেহ গোসলকরণ কক্ষ, নামাজের স্থান, লাইব্রেরি, হেফজখানা, ভিআইপি রেস্ট রুমসহ ফ্লোর ভিত্তিক বিভিন্ন সুযোগ সুবিধা।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার