বেনাপোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেনাপোল কাস্টমস ক্লাবে এক সেমিনারের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার সময় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল ঢাকার প্রেসিডেন্ট এস.এম হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার (চলতি দায়িত্ব) মোঃ আবদুল হাকিম।
স্বাগত বক্তব্য রাখেন বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার মোঃ শাফায়েত হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার আব্দুল রশিদ মিয়া। অনুষ্ঠানে বাংলাদেশ কাস্টমসের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ও বেনাপোল কাস্টমস কর্মকর্তাবৃন্দ।